The news is by your side.

জ্বরে আক্রান্ত বিল ক্লিনটন,  হাসপাতালে ভর্তি

0 16

 

জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। স্থানীয় সময় সোমবার তাঁকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় বলে জানিয়েছে তাঁর কার্যালয়।

ক্লিনটনের বয়স বর্তমানে ৭৮ বছর। চলতি বছরে বেশ কয়েকবার অসুস্থ্য হয়ে পড়েন তিনি।

ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য আজ (সোমবার) বিকেলে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।’

২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এ ছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তাঁকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।

২০২২ সালের নভেম্বরে করোনায় আক্রান্ত হওয়ার পর সংবাদের শিরোনাম হয়েছিলেন ক্লিনটন। তখন তিনি নিজেই জানিয়েছিলেন, তাঁর করোনার উপসর্গগুলো ছিল ‘মাঝারি’। ‘করোনার টিকা এবং টিকার বুস্টার ডোজ নিয়ে তিনি কৃতজ্ঞ’ বলেও উল্লেখ করেছিলেন।

যুক্তরাষ্ট্রে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন বিল ক্লিনটন। তিনি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কম বয়সী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামা। তখন তাঁর বয়স ছিল ৪৮ বছর।

 

Leave A Reply

Your email address will not be published.