The news is by your side.

পল্লবী থানায় বিস্ফোরণ: ৪ পুলিশসহ আহত ৫

0 520

 

 

মিরপুরের পল্লবী থানায় এক বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার ভোরে এই ঘটনা ঘটেছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার ওয়ালিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর থানা পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের সঙ্গে অস্ত্র এবং ভারী একটি বস্তু ছিল। ভোরে ওই ভারী বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হলে ৪ জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

আহতদের প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর একজন পুলিশ সদস্যকে সেখান থেকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

এছাড়াও একজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.