The news is by your side.

দখলদারিত্ব-চাঁদাবাজি করলে পা ভেঙে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

0 75

দখলদারিত্ব বা চাঁদাবাজি করলে তাদের পা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় বিগত সরকারের সময় পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন এম সাখাওয়াত হোসেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, চাঁদাবাজি করেন আর যাই করেন, এখনও করছেন, করে নেন। তবে আমার কানে আসলে ভালো হবে না।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে সাবধান করে দিয়ে বলেন, আমি সেনাপ্রধানকে অনুরোধ করেছি, চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে। আমি পরোয়া করি না। ইউ গো টু হেল।

তিনি সাধারণ কিংবা রাজনৈতিক ব্যক্তি নন উল্লেখ করে আরও বলেন, আমি ফৌজি মানুষ। যা বলবো তাই করবো। তাতে আমি এখানে একদিন থাকি আর তিনদিন থাকি। যারা চাঁদাবাজি করবে তাদের সেখানেই ধরতে আহ্বান জানান সাবেক এ সেনা কর্মকর্তা।

এদিকে কর্মবিরতিতে থাকা সমস্ত পুলিশ সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেয়ার সময় বেঁধে দেন এ উপদেষ্টা। বলেন, কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা ১৫ আগস্টের মধ্যে কাজে যোগ না দিলে তাদেরকে পলাতক বলে ধরে নেওয়া হবে। সেই সঙ্গে তারা চাকরি করবে না বলেও ধরে নেওয়া হবে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.