The news is by your side.

একদিনে ২ লাখ ৮৪ হাজার করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড

0 557

 

 

বিশ্বে রেকর্ড ২ লাখ ৮৪ হাজার ১৯৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারতে গত একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় পুরো বিশ্বে করোনায় মারা গেছেন ৯ হাজার ৭৫৩ জন।

এর আগে গত ১৮ জুলাই বিশ্বজুড়ে একদিনে ২ লাখ ৫৯ হাজার ৮৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়। এতদিন এটি ছিল একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড। চলতি মাসে প্রতিদিন গড়ে করোনায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। চলতি মাসে প্রতিদিনের মৃত্যুর সংখ্যা গত জুন মাসের চেয়ে গড়ে প্রায় ৪০০ জন বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৬৬১ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৩৯ হাজার ৭২৪ জন

 

 

Leave A Reply

Your email address will not be published.