The news is by your side.

বায়ু দূষণে দিনে প্রায় ২ হাজার শিশু মারা যায়: প্রতিবেদন

0 68

জান্নাতুল ফেরদৌস

প্রায় দুই হাজার শিশু বায়ু দূষণের সঙ্গে যুক্ত স্বাস্থ্য সমস্যার কারণে মারা যায়। এটি এখন বিশ্বব্যাপী অকালে মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম ঝুঁকির কারণ। একটি প্রতিবেদনে বুধবার এ দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে বায়ু দূষণের সংস্পর্শে ৮১ লাখ মানুষের মৃত্যু হয়েছে, যা সব মৃত্যুর প্রায় ১২ শতাংশ।

এর অর্থ হলো, তামাক ব্যবহার ও দুর্বল খাদ্যাভ্যাসকেও ছাড়িয়ে গেছে বায়ু দূষণ। এটি উচ্চ রক্তচাপের পর অকালে মৃত্যুর জন্য দ্বিতীয় প্রধান ঝুঁকির কারণ হয়ে উঠেছে।

এ প্রতিবেদনে যুক্ত্রাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনপরিচালিত গ্লোবাল বার্ডেন অব ডিজিজ স্টাডি থেকে দুই শতাধিক দেশ ও অঞ্চলের ডেটা ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণ পাঁচ বছরের কম বয়সী সাত লাখেরও বেশি শিশুর মৃত্যুর জন্য দায়ী। এর মধ্যে পাঁচ লাখেরও বেশি শিশুর মৃত্যুর জন্য কয়লা, কাঠ বা গোবরের মতো নোংরা জ্বালানি ব্যবহার করে ঘরের ভেতরে রান্না দায়ী। এসব মৃত্যুর অধিকাংশই হয়েছে আফ্রিকা ও এশিয়ায়।

হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের গ্লোবাল হেলথের প্রধান পল্লবী পান্ত বলেন, ‘এগুলো এমন সমস্যা, যা আমরা জানি যে সমাধান করা সম্ভব।’

প্রতিবেদনটিতে আরো দেখা যায়, বিশ্বের প্রায় প্রতিটি মানুষই প্রতিদিন অস্বাস্থ্যকর মাত্রার বায়ু দূষণে শ্বাস নেয়। ৯০ শতাংশেরও বেশি মৃত্যু পিএম ২.৫ নামের ক্ষুদ্র বায়ুবাহিত দূষণের সঙ্গে যুক্ত। পিএম ২.৫ নিঃশ্বাসে ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়।

প্রতিবেদনটির উদ্দেশ্য ছিল বায়ু দূষণের মাত্রার সঙ্গে এই ধরনের রোগের হারকে যুক্ত করা।

পান্ত জানান, বায়ু দূষণ কিভাবে মস্তিষ্কের স্বাস্থ্য, নিউরোডিজেনারেটিভ রোগ বা তাপের জন্য শুষ্ক জ্বালানি ব্যবহারে কী প্রভাব ফেলতে পারে তা বিবেচনায় নেওয়া হয়নি।

প্রতিবেদনে আরো দেখা যায়, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী উষ্ণ হওয়ায় ওজোন দূষণ আরো খারাপ হতে পারে। ২০২১ সালে প্রায় এটি পাঁচ লাখক মৃত্যুর জন্য দায়ী ছিল।

পান্ত আরো বলেন, দাবানল, ধুলিঝড় বা চরম তাপের মতো ঘটনাগুলোর সময় ক্রমবর্ধমানভাবে বিশ্বের অনেক অংশে বায়ু দূষণের খুব সংক্ষিপ্ত ও তীব্র পর্বগুলো দেখা যাচ্ছে। এগুলো ওজোন স্তরকে বিশৃঙ্খল করতে পারে। তার মতে, জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ—উভয়ের জন্যই ‘প্রায় একই রকম সমাধান’ আছে, বিশেষ করে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো।

তিনি  বলেন, ঘরের ভেতরে রান্নার জন্য নোংরা শুষ্ক জ্বালানি ব্যবহারের বিষয়ে আরো কিছু করা যেতে পারে। তিনি চীন কিভাবে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে তার দিকে ইঙ্গিত করেন। ২০ লাখেরও বেশি মানুষ সাধারণ চুলায় বা ঘরের ভেতরে খোলা আগুনে রান্না করে। এতে তারা ক্ষতিকারক ধোঁয়া নিঃশ্বাস নেয়। তবে আংশিকভাবে আধুনিক চুলার ব্যবহারের কারণে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত সমস্যায় ছোট বাচ্চাদের মৃত্যুর হার ২০০০ সাল থেকে ৫০ শতাংশেরও বেশি কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউনিসেফের কিটি ভ্যান ডার হেইজডেন এক বিবৃতিতে বলেছেন, ‘বায়ু দূষণ সৃষ্ট স্বাস্থ্যগত প্রভাবের কারণে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী প্রায় দুই হাজার শিশু মারা যাচ্ছে। আমাদের নিষ্ক্রিয়তা পরবর্তী প্রজন্মের ওপর গভীর প্রভাব ফেলছে।’

Leave A Reply

Your email address will not be published.