The news is by your side.

এই বুঝি বাবা ফিরে এলো

0 78

 

মুমতারিন ফেরদৌস ডরিন

 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বাবাকে নিয়ে কবিতা লিখেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে এ কবিতা পোস্ট করেন তিনি।

 

আমি রোজ সকালে ঘুম থেকে উঠিয়া ভাবি

এই বুঝি বাবা ফিরে এলো

আমি রোজ বিকালে আনমনে ভাবি

এই বুঝি বাবা ফিরে এলো…

 

জানি তুমি চলে গেছো অজানার দেশে

যেখানে ফিরে না কেউ..

তবুও মন চেয়ে আছে চাতকীর মতো

হৃদয়ে কান্নার ঢেউ..

তুমি কোথায় আছো বাবা কেমন আছো

দেখতে পাও কি আমায়?

সবাই বলে এতিম আমায়

শুনতে পাও কি তুমি?

সেই হাসি মুখ

বুকে নির্ভীক বীর পতাকা উড়িয়ে

সীমান্ত হলে তুমি পার

সেই যাওয়া যে শেষ যাওয়া হলো

জীবনের এপার ওপার…

বাঁচতে দিল না তোমায় হায়েনার দল

আকাশে বাতাসে রক্তের দাগ

বিধাতার একি নিঠুর নিয়ম

নিতে পারলাম না সেই কষ্টের ভাগ

 

জনতার ভিড়

আমি হৃদয়ের নীড়ে কান পেতে শুনি

তোমার পায়ের ধ্বনি..

দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে

বিষাদের কাহিনী..

চোখের কোণে বয় ব্যথার নদী

শূন্য বুকে হাহাকার

শুনতে পাবো না তোমার মুখে

ছোট মামনি আর একটিবার

 

১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম।

২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বি-ইউ ৫৬ নম্বর রুমে খুন হয়েছেন এমপি আনার। পরে ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে তার দেহের খণ্ডিতাংশ উদ্ধার করে পুলিশ।

 

Leave A Reply

Your email address will not be published.