শুক্রবার জার্মানিতে শুরু হচ্ছে ইউরোপের মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের ও সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ (ইউরো)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্কটল্যান্ড। জার্মানির মিউনিখের ফুটবল এরিনা মিউনিখে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
টুর্নামেন্টের ১৭তম আসরে অংশ নিচ্ছে ২৪টি দল। জার্মানির ১০টি ভেন্যুতে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এবারের ইউরোতে ২৪টি দেশকে মোট ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে চারটি করে দেশ রয়েছে।
২০০৬ সালে বিশ্বকাপ আয়োজনের পর বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে জার্মানি।
গ্রুপ :
‘এ’- জার্মানি, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, হাঙ্গেরি
‘বি’- স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
‘সি’- ইংল্যান্ড, স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া
‘ডি’- পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
‘ই’- বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন
‘এফ’- তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক রিপাবলিক