জিয়াউল ফারুক অপূর্ব ক’বছর ধরে সেই খোলস ভেঙে চলেছেন ক্রমশ। সম্প্রতি নতুন এক সিরিজের পয়লা দর্শনে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। যেটার নাম ‘গোলাম মামুন’। নির্মাণে শিহাব শাহীন।
সিরিজটির কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এখন চলছে প্রচারণা ও মুক্তির প্রস্তুতি। জানা গেলো শুটিংয়ের গল্প। নির্মাতা জানান, অসুস্থ ও আহত শরীর নিয়েও সিরিজটির শুটিং নিয়মিত করেছিলেন অপূর্ব। তার এমন ডেডিকেশনে মুগ্ধ হয়েছিল সেটের সকলে।
আউটডোর শুটিংয়ের সময় অ্যাকশন দৃশ্য করতে গিয়ে চোট পেয়েছিলেন অপূর্ব। এর সঙ্গে আগে থেকেই তার ব্যাকপেইন ছিল। দুটো একসঙ্গে হয়ে অনেকটা অজ্ঞান হওয়ার অবস্থায় পড়েন অভিনেতা। তাৎক্ষণিক ফিজিওথেরাপিস্ট এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়। কিন্তু গোটা ইউনিটের কথা ভেবে ঘণ্টা তিনেক পরই তিনি শুটিং পুনরায় শুরু করেন।
নির্মাতার ভাষ্য, ‘এরপর টানা কয়েকদিন শুট থাকলেও সে কোনও বিরতি নেয়নি বরং কাজ চালিয়ে যায়। অপূর্ব কাজের প্রতি বরাবরই ডেডিকেটেড। সে নিজের আগে অন্য সবার কথা চিন্তা করে। এটাই অপূর্বর গুণ।’
জিয়াউল ফারুক অপূর্ব বললেন, ‘একটা কাজের সঙ্গে অনেকগুলো মানুষ জড়িত থাকে। শুধু আমার কথা চিন্তা করলেই তো হবে না। আমার অনেক আগে থেকেই ব্যাকপেইনের সমস্যা। তার মধ্যে ওই দিন ইনজুরড হওয়া, সবকিছু মিলিয়ে কষ্ট হচ্ছিল। পেইন কিলার নেওয়ার পর কিছুটা স্বাভাবিক হই।’
গেলো বছর মুক্তি পাওয়া আলোচিত সিরিজ ‘বুকের মধ্যে আগুন’র পুলিশ চরিত্রটির নাম গোলাম মামুন। সেই চরিত্রকে ঘিরেই এবার স্পিন-অফ সিরিজ বানালেন শিহাব শাহীন। এতে আরও রয়েছেন সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, নাজমুস সাকিব, সাবরিন আজাদ প্রমুখ। ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৩ জুন সিরিজটি মুক্তি পাবে হইচই-তে।