The news is by your side.

মেয়েদের উচ্চাকাঙ্ক্ষী হওয়াটা যেন অন্যায়! দিব্যা

0 67

 

‘সাবিত্রী-সত্যবান’-এর পৌরাণিক গল্প শুনে বড় হয়েছেন। তবে আজকের যুগেও অনেক সাবিত্রী-সত্যবানকে দেখা যায়। ‘সাভি’ ছবিতে আধুনিক সাবিত্রীরূপে আসতে চলেছেন বলিউড অভিনেত্রী দিব্যা খোসলা।

মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে ‘সাভি’ ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিনেয় দেও পরিচালিত এ ছবির ট্রেলার মুক্তির পর সাংবাদিকদের প্রশ্নোত্তরের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী দিব্যা খোসলা।

তিনি জানান, এ ছবির কাহিনির সঙ্গে পৌরাণিক গল্প সাবিত্রী– সত্যবানের মিল আছে। এ ছবি প্রসঙ্গে দিব্যা জানান, ‘ছোটবেলায় মা আমাকে সতী সাবিত্রীর কাহিনি শুনিয়েছিলেন।

সাবিত্রী যমরাজের সঙ্গে লড়াই করে তাঁর স্বামী সত্যবানকে জীবন্ত ফিরিয়ে এনেছিলেন। এটা সাহসের গল্প। একজন নারী তাঁর ভালোবাসার জন্য পুরো দুনিয়ার সঙ্গে লড়তে পারেন, সেটাই দেখানো হয়েছে।’ মেয়েদের নানাভাবে হেনস্তার শিকার হতে হয়। নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাঁদের। ট্রেলার মুক্তি অনুষ্ঠানে আসে এ প্রসঙ্গও।

দিব্যা এ প্রসঙ্গে বলেন, ‘মেয়েদের উচ্চাকাঙ্ক্ষী হওয়াটাই যেন অন্যায়। এ নিয়ে নানা প্রশ্ন ওঠে। একজন নারী উচ্চাকাঙ্ক্ষী হলে অনেকে ধরে নেন, স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক নেই। এ ছাড়া অনেক প্রশ্ন ওঠে।

ছেলেরা উচ্চাকাঙ্ক্ষী হলে কোনো প্রশ্ন করা হয় না; বরং বাহবা দেওয়া হয়। মেয়েদের ক্ষেত্রে এটা যেন অপরাধ। একবিংশ শতাব্দীতেও মেয়েদের এ নিয়ে ট্রল করা হয়। মেয়েদের কাঠগড়ায় দাঁড় করানো হয়।’

সাভি ছবিতে একটি সংলাপ আছে, ‘ও তো জাস্ট হাউসওয়াইফ।’

দিব্যা জানান, ‘আমরা খুব সহজভাবে গৃহিণীর সঙ্গে “জাস্ট” শব্দটা বসিয়ে দিই। কিন্তু গৃহিণী “জাস্ট” হতে পারেন না। পুরুষদের সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি হলেন এই গৃহবধূরাই। শিশুদের সুন্দরভাবে বড় করার পেছনে থাকেন একজন মা। তিনি কাজের পাশাপাশি নিজের ঘরও সামলান। এটাই একজন নারীর শক্তি। এদিকটাই ছবিতে তুলে ধরা হয়েছে।’

‘সাভি’ ছবিতে দিব্যা ছাড়া আছেন অনিল কাপুর, হর্ষবর্ধন রণে। মুকেশ ভাট ও ভূষণ কুমার প্রযোজিত ছবিটি ৩১ মে মুক্তি পাবে।

 

Leave A Reply

Your email address will not be published.