The news is by your side.

করোনা পরিস্থিতি ভালো নয়: ফাউসি 

0 624

 

 

মার্কিন সরকারের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি সত্যিকার অর্থেই ভালো নয়।

ইউএস ন্যাশনাল ইন্সষ্টিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ এর পরিচালক ফাউসি সোমবার বলেন, আমরা যে পরিস্থিতিতে রয়েছি সেখানে প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজার লোক নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, কয়েক মাস আগের তুলনায় এখন আক্রান্তদের গড় বয়স ১৫ বছরেরও কম। কিন্তু তরুণদের বুঝতে হবে যে তারা শূন্যে বসবাস করে না।

ফাউসি আরও বলেন, তারা একজনকে সংক্রমিত করছে। সে আবার আরেকজনকে করছে। এরকম করে এক সময় বয়স্কদের কেউ যে হয়তো ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি নিচ্ছে সে আক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, তোমরাও মহামারি ছড়ানোর একটা অংশ। সুতরাং সংক্রমণ এড়াতে তোমাদের নিজের প্রতি যেমন তেমনি সমাজের প্রতিও দায়িত্ব রয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৯ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৩০ হাজার ১শ’রও বেশি লোক।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.