The news is by your side.

ইনস্টাগ্রাম পোস্ট:  স্নানের সময় সামান্থার পরনে তোয়ালে!

0 76

 

পেশির এক ধরনের প্রদাহ রোগে ভুগছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সে কারণে দু’বছর ধরে কাজের সংখ্যা কমিয়েছেন অভিনেত্রী। নিজেকে সুস্থ করে তুলতে চিকিৎসা করাচ্ছেন যেমন, নতুন নতুন টোটকাও ব্যবহার করছেন।

সম্প্রতি এক দিন ‘সওনা বাথ’ নিতে যান সামান্থা। এই বিশেষ ব্যাপারটি হল এক ধরনের স্নান, যা শরীরকে চনমনে করে শরীর থেকে ‘টক্সিন’ বের করতে সাহায্য করে। তেমনই এক ব্যক্তিগত মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেত্রী। তার পরই ঘটে গেল বিপত্তি। শেষমেশ পোস্ট মুছতে বাধ্য হয়েছেন সামান্থা।

অভিনেত্রী যে ছবিটি সমাজমাধ্যমের পাতায় দিয়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে পরনে তোয়ালে জড়িয়ে তিনি বসে রয়েছে চেয়ারে। চোখেমুখে প্রশান্তি, টেনে খোঁপা বাঁধা। রূপটানের লেশমাত্র নেই। এই ছবি প্রকাশ্যে আসতেই ছবিটি বিকৃত করে সামান্থার একটি নগ্ন ছবি ভাইরাল করা হয়েছে সমাজমাধ্যমে।

শেষমেশ নিজের পোস্টটি মুছে দিতে বাধ্য হন সামান্থা। প্রায় ৩০টিরও বেশি ‘এক্স অ্যাকাউন্ট’ থেকে ছবিটি চালাচালি হয়। যদিও অভিনেত্রীর এই বিকৃত ছবি দেখে ময়দানে নেমেছেন অভিনেত্রীর অনুরাগীরা। যাঁরা এই কাজ করেছেন, তাঁদের রীতিমতো তুলোধনা করেছেন তাঁরা।

Leave A Reply

Your email address will not be published.