The news is by your side.

নতুন রূপে ফিরছে রাজামৌলির ‘বাহুবলী’!

0 152

ভারতের দক্ষিণী পরিচালক রাজামৌলির ‘বাহুবলী’ সিনেমাটি ২০১৫ সালে মুক্তির পর বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। সুপারস্টার প্রভাস অভিনীত ‘বাহুবলী’ কে এবার নতুন রূপে নিয়ে আসছেন রাজামৌলি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রাজামৌলি তার এক্স হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও শেয়ার করে লিখেছেন, জনগণ যখন মাহেশমতি বলে চিৎকার শুরু করে, তখন মহাবিশ্বও আটকাতে পারবে না বাহুবলীর প্রত্যাবর্তন। আসছে বাহুবলী, ক্রাউন অফ ব্লাড।

পোস্টে পরিচালক জানিয়েছেন, নতুন ‘বাহুবলী’ আ্যনিমেশন সিনেমা। যা কিনা ওটিটিতে সিরিজ হিসেবে দেখানো হবে। খুব শীঘ্রই সিনেমার ট্রেলার সামনে আসবে বলেও জানিয়েছেন রাজামৌলি।

প্রথম পর্বে ‘বাহুবলী’-কে কাটাপ্পা কেন মারল, সেই নিয়েই দু’বছর ধরে গোটা বিশ্বজুড়ে আলোচনা চলেছিল। শেষমেশ, এই ছবির দ্বিতীয় পর্বে দর্শকদের সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন রাজামৌলি।

Leave A Reply

Your email address will not be published.