The news is by your side.

আমার কাছে নাচ, অ্যাকশন দুটো একই লাগে:  ক্যাটরিনা কাইফ

হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!

0 100

 

ক্যাটরিনা কাইফ। ২০০৩ সাল থেকে বলিউডে শীর্ষ অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচিত। হলিউড থেকে যদি প্রস্তাব আসে, তাহলে তো লুফে নেওয়ার কথা।

ফিরিয়ে দিলেন ক্যাটরিনা। জানালেন, সম্প্রতি মার্কিন মুলুক থেকে ছবির প্রস্তাব এসেছে তার কাছে। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তিনি সেটা ফিরিয়ে দিয়েছেন। যদিও ছবির নাম-নির্মাতা কিছু প্রকাশ করেননি অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমি বিশ্বাস করি, হলিউডে কাজ করবো এবং সেটা আমার ক্যারিয়ারে নতুন একটা অধ্যায় হবে। বলার মতো চমকপ্রদ কিছুই হবে।’

বলিউড থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন অভিনেত্রী হলিউডে গিয়ে কাজ করেছেন। এর মধ্যে স্থায়ী হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও কাজ করেছেন ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাড়িয়া, শাবানা আজমী, টাবুসহ আরও অনেকে।

সিনে ক্যারিয়ারের দুই দশক পেরিয়ে বুঝেশুনেই কাজ করতে চান ক্যাটরিনা। দর্শকের পছন্দ এবং নিজের আত্মিক সন্তুষ্টি, দুটো বিষয়ের সমন্বয় বজায় রাখতে চান তিনি। বললেন, ‘কোন গল্পটার সঙ্গে দর্শক নিজেকে একাত্ম করতে পারবে, কোনটার সঙ্গে আমি নিজে ব্যক্তিগত এবং অভিনয়ের জায়গা থেকে একাত্ম হতে পারবো, সেই ভারসাম্য রাখাই আমার কাজ। যে কাজটি আমাকে এগিয়ে নেবে, মানসিক সন্তুষ্টি দেবে, সেরকম কিছুই এখন করতে চাই।’

মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ক্যাটরিনা। সেখানে আরও একটি প্রসঙ্গে উঠে আসে, তা হলো অ্যাকশন ও নাচ। যে ভূমিকায় বলিউডে তিনি অদ্বিতীয়। এ বিষয়ে ক্যাটের জবাব, ‘আমার কাছে নাচ এবং অ্যাকশন দুটো একই লাগে। ওই দৃশ্যে পুরোপুরিভাবে আমাকে থাকতে হয়, নিজেকেই দৃশ্যটা বাস্তবায়ন করতে হয়।’

 

Leave A Reply

Your email address will not be published.