The news is by your side.

মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ

বাইডেনের সইয়ের অপেক্ষা

0 54

চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘টিকটক’ মার্কিন যুক্তরাষ্ট্রে পুরোপুরি নিষিদ্ধ করার পথে আরো এক ধাপ এগোল প্রেসিডেন্ট জো বাইডেন সরকার। রোববার ওই দেশের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়েছে।

সিনেট অনুমোদন করায় বিলটি এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। তবে এর আগেই বাইডেন বলেছেন যে, বিলটি ডেস্কে আসার সঙ্গে সঙ্গেই তিনি তাতে সই করবেন।

বিবিসি জানিয়েছে, বিলে অ্যাপটির মালিক চীনের কোম্পানি বাইটড্যান্সকে তার অংশীদারিত্ব বিক্রির জন্য নয় মাস সময় দেওয়া হয়েছে, অন্যথায় অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে ব্লক করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হওয়ার পরে এই প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্র থেকে কেউই আর টিকটক ও তার স্বত্বাধিকারী সংস্থার সাথে কোনো যোগাযোগ রাখতে পারবেন না। ‘বাইটড্যান্স’-এর সাথেও কোনো রকম ব্যবসায়িক লেনদেন করতে পারবে না যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা।

Leave A Reply

Your email address will not be published.