যেসব এলাকায় করোনাভাইরাসের বেশি সংক্রমণ রয়েছে সেসব এলাকা লকডাউন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সংসদে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, যেসব এলাকায় করোনার সংক্রমণ বেশি সেখানে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যাতে ওখান থেকে সংক্রমণ আর না ছড়ায়।
তিনি বলেন, এটা তো বাস্তবতা, করোনার ভয়ে আমরা মানুষকে না খাইয়ে মারতে পারি না। তাদের বেঁচে থাকার ব্যবস্থাটা আমাদের নিতে হবে।