The news is by your side.

আরব আমিরাতের নিষিদ্ধ ক্রিকেটারকে দলে নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

0 218

 

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই ইভেন্টকে সামনে রেখে ইতোমধ্যে লাহোরে ক্যাম্প করছে পাকিস্তান ক্রিকেট দল।

সেই ক্যাম্পে ডাকা হয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত আরব আমিরাতের ব্যাটসম্যান উসমান খানকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডাকে সাড়া দেওয়ায় উসমানের ওপর ক্ষেপেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

উসমান সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের চুক্তি লঙ্ঘন করায় তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে আরব আমিরাতের ক্রিকেট বোর্ড।

আরব আমিরাতের ক্রিকেট কর্তৃক ৫ বছরের জন্য নিষিদ্ধ হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি নিশ্চিত করেছেন, পাকিস্তানের খেলার যোগ্যতা রয়েছে উসমান খানের।

তিনি বলেন, ‘উসমান খান পাকিস্তানের হয়ে খেলার জন্য যোগ্য এবং সে এই দলের হয়েই খেলবে।’

সোমবার পিসিবি চেয়ারম্যান বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে উসমান খান পাকিস্তানের হয়ে খেলার উপযুক্ত। পাকিস্তানের যে দল গঠন করা হবে, সে দলে যুক্ত করার জন্য নির্বাচকরা তাকে বিবেচনায় নিতে পারবেন। এ নিয়ে তার সামনে কোনো বাধা থাকবে না।

 

Leave A Reply

Your email address will not be published.