The news is by your side.

শুধু তৈমুর নয় ,আমার ছোট ছেলে জেহও বেশ মুডি : কারিনা

0 140

বলিউডের অন্যতম তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের প্রথম সন্তান তৈমুর আলি খানের বয়স ছয় বছর। এক সময় আলোকচিত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল সে। কিন্তু ইদানীং মাঝেমধ্যেই তার খিটখিটে মেজাজ ধরা পড়েছে ক্যামেরায়।

তবে শুধু তৈমুর নয়, কারিনার ছোট ছেলে জেহও বেশ ‘মুডি’। আলোকচিত্রীদের ক্যামেরায় দুই ভাইয়ের নানা মুডের ছবি ধরা পড়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের ‘আস্ক মি এনিথিং’ সেশনে বড় ছেলের এক বিশেষ স্বভাবের কথা প্রকাশ করেছেন কারিনা।

পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘আস্ক মি এনিথিং’ সেশনে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন। সেখানেই কারিনা জানান, ছোটবেলায় তার পছন্দের কার্টুন কী ছিল।

তিনি কীভাবে তার দুই ছেলেকে সাজিয়ে দেন। সেই সঙ্গে পতৌদিদের বাড়ির অন্দরের খবরও প্রকাশ্যে আনলেন তিনি।

এক অনুরাগী কারিনাকে প্রশ্ন করেন, ছোটবেলায় তার প্রিয় কার্টুন চরিত্র কী ছিল? উত্তরে ‘টম অ্যান্ড জেরি’-র ছবি পোস্ট করেন কারিনা। এই দুই চরিত্রকে নিজের দুই সন্তান তৈমুর ও জেহ-এর সঙ্গে তুলনা করেন।

পাশাপাশি এক অনুরাগী জিজ্ঞেস করেন মা হিসেবে তিনি ছেলেদের সাজিয়ে-গুছিয়ে দেন কিনা? তাতেই কারিনা জানান, ছেলেদের সাজিয়ে-গুছিয়ে রাখতে তার ভালো লাগলেও তৈমুর কিছুতেই তাকে এ বিষয়ে নাক গলাতে দেয় না। বোঝা যাচ্ছে, ছোট থেকেই ছেলেদের স্বাবলম্বী হওয়ার পাঠ দিচ্ছেন সাইফ-কারিনা।

Leave A Reply

Your email address will not be published.