The news is by your side.

এবারের ঈদে ট্রেনে যাত্রীদের কোনো ভোগান্তি নেই : রেলমন্ত্রী

যাত্রীদের টিকিট নিয়ে কোনো অভিযোগ নেই

0 133

এবারের ঈদে ট্রেনে যাত্রীদের কোনো ভোগান্তি নেই বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। তিনি বলেন, ‘এবার ঈদের আগে আমরা যে ব্যবস্থা নিয়েছি; আমাদের এই সীমিত সামর্থ্যের মধ্যে এরচেয়ে ভালো ব্যবস্থা হতে পারে না। বর্তমানে টিকিট কালোবাজারি নেই। যাত্রীদের টিকিট নিয়ে কোনো অভিযোগও নেই।

নির্বিঘ্নে যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারছেন।’

শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হার পাওয়ার প্রকল্পের’ প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘ভাঙ্গা যশোর রেল পথ চালু হলেও রাজবাড়ীর ওপর দিয়ে আন্তঃনগর ট্রেন সুন্দর ও বেনাপেল এক্সপ্রেস ট্রেন দুটি চলবে। এছাড়া গোয়ালন্দ ঘাট-পার্বতীপুর একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে।

এর আগে ‘হার পাওয়ার প্রকল্পের’ প্রশিক্ষণ প্রাপ্ত ৭৫ জন নারীর মাঝে ল্যাপটপ বিবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলমন্ত্রী।

অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধির সক্ষমতা থেকে আমরা অনেকেই পিছিয়ে। যার কারণে প্রধানমন্ত্রীর গ্রহণ করা অনেক ভালো কাজ আমরা বুঝতে পারি না। শেখ হাসিনা যেটি চিন্তা করে, যা করতে চাই, তা সাধারণ মানুষের কল্যাণের জন্য করে।

বিশেষ করে মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে, নারীরা স্বাবলম্বী হয়ে কর্মক্ষেত্রে সফল হতে এটিই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই এই নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ।’

 

Leave A Reply

Your email address will not be published.