গত অক্টোবর থেকে জন্ম নিবন্ধন দেওয়া শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তাদের দেওয়া জন্ম নিবন্ধনে শিশুরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারলেও পাসপোর্ট করানো যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পাসপোর্টের মতো সরকারি অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডিএসসিসির সার্ভারে কানেক্টিভিটি করা সম্ভব হয়নি।
ডিএসসিসি সূত্র জানায়, তারা এরই মধ্যে ২৬টি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে, যাতে পাসপোর্ট বা এ জাতীয় সেবা পেতে কোনো ধরনের সমস্যা না হয়।
কিন্তু সেই সার্ভারগুলো এখনো ডিএসসিসির নিজস্ব সার্ভারের সঙ্গে যুক্ত হয়নি। তবে ডিএসসিসির সার্ভারের মাধ্যমে জন্ম নিবন্ধন করে শিশুদের স্কুলে ভর্তিসহ কিছু সুবিধা পাচ্ছে নগরবাসী। প্রতিদিনই নতুন জন্ম নিবন্ধন নিচ্ছে অনেকে। গত বছর অক্টোবর থেকে শুরু করে চলতি বছর মার্চ মাস পর্যন্ত ডিএসসিসি থেকে মাসে গড়ে প্রায় ১৫ হাজার জন্ম নিবন্ধন নেওয়া হয়েছে।
গত বছর অন্তত ছয় মাস বন্ধ ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শিশুদের জন্ম সনদ প্রদান কার্যক্রম। যার মধ্যে তিন মাস সম্পূর্ণরূপে কার্যক্রমটি বন্ধ রাখে তারা। গত অক্টোবরে নিজস্ব সার্ভার চালু করে জন্ম নিবন্ধন সেবা দিতে শুরু করে ডিএসসিসি। তবে নিজস্ব সার্ভারের সঙ্গে অন্যান্য সেবাকেন্দ্রিক সার্ভারের সংযোগ না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।