সোমারিয়া উপকূলে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে মুক্ত করার বিষয়ে জলদস্যুদের সঙ্গে আলোচনা প্রায় শেষের দিকে রয়েছে। এখন মুক্তিপণের টাকা পাঠানোর একটি সুবিধাজনক উপায় খুঁজে বের করা হচ্ছে। এমনটি জানিয়েছেন, মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের (এমএমডি) এক কর্মকর্তা।
বৃহস্পতিবার এমএমডির প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ গণমাধ্যমকে জানান, এখন মুক্তিপণের টাকা পাঠানোর একটি সুবিধাজনক উপায় খুঁজে বের করা এবং জিম্মি ক্রুদের মুক্তির বিষয়ে নিশ্চিত হওয়াটাই পরবর্তী কাজ। জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করছে।
তিনি বলেন, ‘ক্রুরা ঈদের আগে মুক্তি নাও পেতে পারে। কারণ, এখনো কিছু প্রক্রিয়া বাকি আছে। এগুলো শেষ করতে সময় লাগবে।’
তবে জলদস্যুদের দাবি সম্পর্কে কেউই অবগত নন।
গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ যাওয়ার সময় সোমালি উপকূল থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে থাকাকালীন বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে এমভি আব্দুল্লাহ জাহাজে জলদস্যুরা আক্রমণ করে।