The news is by your side.

মায়েদের দলে শুভশ্রীকে শুভেচ্ছা জানালেন কোয়েল মল্লিক

0 677

 

 

কয়েকদিন আগেই মা হয়েছেন কোয়েল মল্লিক ৷ জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তানের ৷ আর এবার নিজের মা হওয়ার খবর জানালেন শুভশ্রী৷

সোশ্যাল মিডিয়ায় স্বামী পরিচালক রাজ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে পোস্ট করলেন প্রেগন্যান্ট হওয়ার খবর ৷ শুভশ্রী লিখলেন, খুব শীঘ্রই তাঁদের পরিবারে আসছে নতুন সদস্য ৷ খবরটা ছড়িয়ে পড়তেই শুভশ্রী-রাজের ট্যুইটার-ইনস্টাগ্রামে শুভেচ্ছার ঢল৷ টলিউডের প্রায় সবাই শুভেচ্ছা জানালেন মিষ্টি দম্পতিকে ৷

সদ্য ছেলের মা কোয়েল মল্লিকও শুভেচ্ছা জানালেন শুভশ্রীকে ৷ ট্যুইটারে কোয়েল লিখলেন, ‘শুভেচ্ছা…মায়েদের দলে তোমাকে স্বাগত ..খুব আদর ৷’ ২ বছর আগে ১১ মে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় শুভশ্রীর ৷ সে বিয়ে ছিল দেখার মতো ৷ এমনকী, তাঁর দু’জনের প্রেম পর্বও কোনও সিনেমার স্ক্রিপ্ট থেকে কম নয় ৷ তবে সে সব এখন অতীত ৷ বরং শুভশ্রী-রাজ এবার একেবারে তৈরি মা-বাবা হওয়ার জন্য৷ তাই তো দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই একেবারে স্টাইলে ফ্যানদের সঙ্গে শেয়ার করলেন তাঁদের এই সু-খবর ৷ মজার গ্রাফিক টিশার্টে, হাতে বোর্ড নিয়ে সবাইকে জানালেন ‘বেবি কামিং ২০২০’ ৷

 

Leave A Reply

Your email address will not be published.