The news is by your side.

হোলির রঙে রঙিন বলিউড-টালিউড তারকারা

0 127

 

হোলি উৎসব বা দোলউৎসবে বলিউড-টালিউড এর তারকারা মেতেছে রঙ খেলায়। আর তাদের রঙিন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি অনেকে।

সোমবার দোলউৎসবের শুভেচ্ছা জানিয়ে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। বিয়ের পর প্রথম হোলি উৎসবে মেতেছেন বলিউড দম্পতি কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট।

রঙ মাখা অবস্থায় নবদম্পতির একটি ভিডিও ইন্সট্রাগ্রাম পোস্ট করে কৃতি লিখেছেন, হামারি পেহলি হোলি… হ্যাপি হোলি। ভিডিওতে দেখা যাচ্ছে কৃতিকে চুমু খাচ্ছেন পুলকিত।

পিছিয়ে নেই বলিউডর আরেক নবদম্পতি রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানিও। ইন্সট্রাগ্রামে তারা তাদের বেশ কিছু রঙে রাঙা ছবি দিয়ে একটি রিল ভিডিও পোস্ট করে লিখেছেন, হ্যাপি হোলি ফ্রম আজ টু ইউ।

ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, সবাইকে দোলউৎসবের শুভেচ্ছা, শুধু রাস্তার অবলা কুকুর বেড়াল গুলোকে রঙ মাখাবেন না। হ্যাপী হোলি ফ্রম ব্রিজ ভুমি-রাধে রাধে।

অভিনেত্রী মধুমিতা সরকার একটু অন্যভাবে দোলউৎসব পালন করলেন।

Leave A Reply

Your email address will not be published.