জালিয়াতির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৪৬ বিলিয়ন ডলার জরিমানা করেছিল আদালত। কিন্তু ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, তারা এই অর্থ পরিশাধ করতে অক্ষম। কারণ কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এতো বিশাল পরিমাণ অর্থের দায় নিতে চায় না।
১০ লাখ ডলার অনুদানের আহ্বান ট্রাম্পের
ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বিভাগ সমর্থকদের ১০ লাখ ডলার অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে। আবেদনে ট্রাম্প টাওয়ারকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। জরিমানার অর্থ শোধে নির্দিষ্ট তারিখের আগেই ট্রাম্পপন্থি দেশপ্রেমিকদেরকে ১০ লাখ ডলার অনুদান দিতে হবে।
এদিকে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ল্যাটিশিয়া জেমস আদালতের কাছে ট্রাম্পের জরিমানা মওকুফ বা পরিশোধে বিলম্ব করার আবেদন নাকচ করার আবেদন জানিয়ছেন।