The news is by your side.

ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি গুলিতে

0 86

 

গাজা সিটিতে ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা বাসিন্দাদের ভিড়ে গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। বৃহস্পতিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় উত্তর গাজা শহরের কুয়েত গোলচত্বরে ফিলিস্তিনিরা ত্রাণের জন্য যাচ্ছিল। তখন ইসরায়েলি বাহিনী গুলি চালায় বলে বাসিন্দারা ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়ে মন্তব্য করেনি।

গাজা যুদ্ধের কারণে প্রায় ২৩ লাখ জনসখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে। ত্রাণ বিতরণে বিশৃঙ্খল দৃশ্য ও মারাত্মক ঘটনা ঘটেছে। গাজার ক্ষুধার্ত মানুষ মরিয়া হয়ে খাদ্যের জন্য ছুটছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, ২৯ ফেব্রুয়ারি ত্রাণ নিতে আসা ১০০ জনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে। ইসরায়েল এই মৃত্যুর জন্য ত্রাণবাহী ট্রাককে ঘিরে থাকা ভিড়কে দায়ী করে বলেছে, তারা পদদলিত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.