ইফতারের সময় বাসা বাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় ১ ঘণ্টা বাড়িয়ে ৬ ঘণ্টা করেছে সরকার। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সব সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ৬ এপ্রিল পর্যন্ত নতুন সময়সীমা কার্যকর থাকবে।
বুধবার এ নির্দেশনা দিয়েছে জ্বালানি বিভাগ। এর আগে মঙ্গলবার এক নির্দেশনায় সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সীমা সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিবর্তন করে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত করেছিল জ্বালানি বিভাগ। একদিনের মধ্যে তা পরিবর্তন করা হলো।
এছাড়া ঈদের সময় মহাসড়কে যাত্রী পরিবহন স্বাভাবিক রাখতে ৭ থেকে ১৮ এপ্রিল সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে বলা হয়েছে।
জ্বালানি বিভাগের নির্দেশনায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, ১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।