বিশ্বজুড়ে মুসল্লিরা তারাবি নামাজ আদায়ের মাধ্যমেই রোজার প্রস্তুতি নিয়ে থাকেন। কিন্তু পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়ের অধিকারও কেড়ে নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ করতে বাধা দিয়েছে ইসরায়েলি পুলিশ। রবিবার পবিত্র রমজানের প্রথম তারাবিহ নামাজ আদায়ের জন্য আসা কয়েকশ ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশ করতে বাধা এবং তাদের অনেককে মারধর করে ইসরায়েলি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, তারাবিহ নামাজ পরতে আসা অনেক ফিলিস্তিনি নোবেল স্যাঙ্কচুয়ারি বা হারাম আল-শরিফের গেটে জড়ো হয়েছিল। এসময় ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি পুলিশ এবং মারধর করে। পরবর্তীতে মসজিদে ঢুতে না পেরে বাইরেই নামজ আদায় করেন অনেক ফিলিস্তিনি।
এদিকে সম্প্রতি মুসলিমদের আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গত কয়েক মাস ধরেই মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েলি বাহিনী।
অধিকৃত পশ্চিম তীরে বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তুলকারেম, বালাতা ক্যাম্প, নাবলুসের পূর্বাঞ্চলে অভিযান চালানো হয়েছে।