সবচেয়ে মর্যাদাপূর্ণ দুই মসজিদ মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে মুসলিমদের বিয়ে পড়ানোর অনুমোদন দিয়েছে সৌদি সরকার। হজ-ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে বলে জানিয়েছে গালফ নিউজ।
সৌদি আরবের বিবাহবিষয়ক কর্মকর্তা মাসুদ আল জাবরি বলেছেন, ইসলামে মসজিদে বিয়ে পড়ানোর অনুমোদন রয়েছে। মহানবী মুহাম্মদ (সা.) মসজিদে এক সাহাবির বিয়ে পড়িয়েছেন। মসজিদে বিয়ে পড়ানোর রীতি মদিনাবাসীর মধ্যে অনেক আগ থেকেই রয়েছে।
তিনি আরও বলেন, মসজিদুল হারাম বা মসজিদে নববীতে বিয়ের আয়োজনে বেশ কিছু নির্দেশনা পালন করতে হবে। এর মধ্যে রয়েছে উচ্চস্বরে আওয়াজ করে মুসল্লিদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। সর্বোপরি পবিত্রতা সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি মসজিদে কফি, মিষ্টান্নসহ অন্যান্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না।
২০২৩ সালে ১৩ কোটি ৫৫ লাখের বেশি মুসলিম ওমরাহ পালন করেন। একই বছর ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন পবিত্র হজ পালন করেন; যার মধ্যে ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন বিদেশি ছিলেন। এদিকে গত এক বছরে ২৮ কোটির বেশি মুসল্লি মসজিদে নববী ও পবিত্র রওজা শরিফ জিয়ারত করেন।