The news is by your side.

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম রিফাইন্ড সুগার মিলে আগুন

0 116

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কর্ণফুলী মডেল ফায়ার স্টেশন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। তবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

কারখানার গোডাউন থেকে বিকেলে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে ভবনটিতে প্রচণ্ড ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপকদের কাজ করা কঠিন হয়ে পড়েছে।

ঘটনাস্থলে কর্ণফুলী থানা-পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

 

Leave A Reply

Your email address will not be published.