ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হকের মামলায় ওই গ্রুপের ৫ কর্মকর্তার জামিন বাতিল করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম ৩ মামলায় আদেশে তাদের জামিন বাতিল করেন। মঙ্গলবার আসামিদের আইনজীবী জামিরুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
ওই পাঁচ কর্মকর্তা হলেন- ট্রান্সকম গ্রুপের নির্বাহী পরিচালক মো. ফখরুজ্জামান ভুঁইয়া, পরিচালক কামরুল হাসান, পরিচালক আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক।
সম্পত্তি আত্মসাৎ-সংক্রান্ত ৩ মামলায় ২২ ফেব্রুয়ারি এই ৫ জনকে গ্রেপ্তার করে পিবিআই। পরদিন তাদের ভিন্ন ভিন্ন মামলায় রিমান্ড আবেদন নাকচ করে শর্তসাপেক্ষে জামিন দেন আদালত। শর্তে বলা হয়, ২৫ ফেব্রুয়ারি প্রত্যেকের পাসপোর্ট আদালতে দাখিল করতে হবে।
জানা যায়, রোববার পাসপোর্ট দাখিল না করায় আদালত প্রত্যেকের জামিন বাতিল করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জের ধরে তিনটি মামলা করা হয়। মামলাগুলো করেন প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক। মামলাগুলোয় অবৈধভাবে ট্রান্সকম গ্রুপের শেয়ার স্থানান্তর, লতিফুর রহমানের টাকা বেআইনিভাবে এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।