মুন্সীগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জ ক্রিকেটার্স এসোসিয়েশনের উদ্দ্যোগে রিকাবী বাজার গ্রীন ওয়েল ফেয়ার একাডেমী প্রাঙ্গনে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। মুন্সীগঞ্জ ক্রিকেটার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট মেহেরাব হোসেন জোশী মুন্সীগঞ্জের স্থানীয় জানান , শারীরিক দুরত্ব বজায় রেখে ৪০ জন ক্রিকেটার ও ১৬০ জন নিন্ম আয়ের মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেয়া হয়।
তিনি আরো জানান, ‘’মুন্সীগঞ্জ ক্রিকেট এসোসিয়েশন’’ মুন্সীগঞ্জে ক্রিকেটারদের নিয়ে গড়া একটি সংগঠন। সমগ্র মুন্সীগঞ্জের ক্রিকেটার দের কল্যানের জন্য ধারাবাহিক ভাবে কাজ করে যাবে ।
উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি মেহেরাব হোসেন জোসি ,সহ সভাপতি রনি খান চিতা, সাধারন সম্পাদক সালাউদ্দিন শাকিল , সাংগঠনিক সম্পাদক অরিন হোসাইন সানি ,যুগ্ন সাধারণ সম্পাদক জয় চন্দ্র দে ।