The news is by your side.

শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমচর্চা নিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন বিবেক

0 113

 

বলিউডের ব্লকবাস্টার সিনেমা ডন মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। সুপারহিট এ সিনেমায় বলিউডের দুই সুপারষ্টার শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে উঠেছিল। এতছর আগের প্রেমচর্চা নিয়ে অবশেষে মুখ খুললেন কিং খানের বন্ধু বিবেক ভাসওয়ানি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন নিয়ে কথা বলেছেন। শাহরুখ খান তখন বিবাহিত। প্রিয়াঙ্কা চোপড়া প্রেম করেন শাহিদ কাপুরের সঙ্গে। যদিও পর্দায় শাহরুখ-প্রিয়াঙ্কা জুটি তখন বিপুল জনপ্রিয়। তাদের রসায়ন নিয়ে উচ্ছ্বসিত ছিল দর্শকমহল।

কখনও প্রিয়াঙ্কার সঙ্গে তার ‘সম্পর্ক’ নিয়ে মুখ খোলেননি শাহরুখও। বরাবরই প্রিয়াঙ্কাকে সহকর্মী বলে পরিচয় দিয়েছেন।

শাহরুখের দীর্ঘ দিনের বন্ধু প্রযোজক বিবেক ভাসওয়ানি বলেন, ‘এসব পুরোটাই গুজব, শাহরুখ ‘ওয়ান ওম্যান ম্যান’। জীবনে গৌরী ছাড়া আর কাউকেই ভালোবাসেনি।’

এক সময় প্রশ্ন ওঠে শাহরুখের যৌন অভিরুচি নিয়ে। কখনো করণ জোহর কখনো আবার বিবেকের সঙ্গে সমকামী সম্পর্কের কথা শোনা যায়। যদিও এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলেছেন বিবেক।

তিনি বলেন, ‘শাহরুখ আর আমি একই আবাসনে থাকতাম। সেই সময় আমি আমার পরিবার নিয়ে একটু ঝামেলায় ছিলাম। ওকে গৌরীর সঙ্গে সংসার পাততে হবে, ক্যারিয়ার শুরু করেছে, সেই নিয়ে উদ্বেগ থাকত।

আমরা ভালো বন্ধু। কোনোদিনও কোনো অন্য সম্পর্ক ছিল না আমাদের। আসলে সফল মানুষদের নিয়ে এমন নানা কিছু রটে।’

Leave A Reply

Your email address will not be published.