The news is by your side.

দুঃসময়ে নগরবাসীর পাশে মায়া- মুরাদ

0 879

 

 

দেশজুড়ে যখন করোনাভাইরাস মহামারী চলছে তখন রাজধানীবাসী অনেকটাই অবরুদ্ধ। মন চাইলেও গ্রামের বাড়ি যেতে পারছেন না, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে। সবচেয়ে বড় কথা হাতে টাকা নেই ঘরে খাবার নেই।

নগরবাসীর এমন দুঃসময়ে পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাবেক মন্ত্রী একাত্তরের গেরিলা যোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ।

বুধবার বিকেলে ধানমন্ডি উচ্চ বিদ্যালয় কলাবাগান থানা আওয়ামী লীগ আয়োজিত নগরীর কর্মহীন মানুষদের ঈদ উপহার ও মানবিক সহায়তা কার্যক্রম এর অংশ হিসেবে তারা অসহায় কর্মহীন মানুষদের নগদ অর্থ প্রদান করেন।

আওয়ামী লীগ নেতা কাজী মোর্শেদ কামাল, নজরুল ইসলাম বাবুলসহ সংগঠনের মহানগর থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নগরবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্য বিধি অনুসরণ করবে আহ্বান জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শাহে আলম মুরাদ বলেন, নগরবাসীর যেকোনো দুঃসময়ে পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো।

Leave A Reply

Your email address will not be published.