The news is by your side.

চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশে উৎপাদিত হয়: স্বাস্থ্যমন্ত্রী

0 107

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চাহিদার ৯৮ শতাংশ ওষুধ এখন দেশেই উৎপাদিত হয়। বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ওষুধই বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি করা হচ্ছে। দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রপ্তানিতে উৎসাহী করতে চলতি বছর ১০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার  জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।

জবাবে মন্ত্রী আরো জানান, বাংলাদেশ ওষুধ শিল্পে উত্তরোত্তর উন্নতি করেছে। বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টিরও বেশি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রপ্তানি করা হচ্ছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের গত ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে প্রায় পাঁচ হাজার ৯০০ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৯০৩ টাকার ওষুধ বিদেশে রপ্তানি করা হয়েছে।

কমিউনিটি ক্লিনিকে প্রায় ৩২ ধরনের ওষুধ ও সরকারি হাসপাতালকে ১০৫ ধরনের ওষুধ বিনামূল্য সরবরাহ করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.