The news is by your side.

দেশে করোনায় আক্রান্ত আরও তিনজন, আইসোলেশনে ৩০

0 589

দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২০। নতুন আক্রান্তদের একজন নারী, দুজন পুরুষ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন আক্রান্ত ৩ জনের একজন ইতালিফেরত। আর দুজন বিদেশফেরতদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ৭০ বছর, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকি দুই আক্রান্তের বয়স ৩০ বছর।

অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, বিদেশফেরতদের সংস্পর্শে আসা ৩০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৪৪ জনকে।

এক প্রশ্নের জবাবে ডা. নাসিমা সুলতানা বলেন, কুর্মিটোলায় চিকিৎসাধীন অবস্থায় যে দুজন মারা গেছেন, তাদের করোনাভাইরাস সম্পর্কিত পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, অর্থাৎ তারা করোনায় আক্রান্ত ছিলেন না।

বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন গত ৮ মার্চ। এ পর্যন্ত করোনায় একজনের মৃত্যু হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.