যেকোনো মূল্যে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেন, ইতোমধ্যে দুটি কালোবাজারি চক্র ধরা পড়েছে। এর সঙ্গে রেলের লোকজনও জড়িত। আবার অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডটকমের কর্মীরাও এতে জড়িত। আমরা একটি কমিটি করে দিয়েছি। যেভাবে সম্ভব সব পর্যায়ে এই কালোবাজারি বন্ধ করা হবে।
বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা ট্রেনের আরও বগি এবং ইঞ্জিন আমদানি করছি। সেগুলো চলে এলে আরও নতুন নতুন ট্রেন দেওয়া হবে। রেলের উন্নয়নে যেসব জায়গায় শূন্য পদ আছে, সেগুলোও পূরণ করা হবে। রাজবাড়ীতে রেলের ডিভিশন করার চিন্তা আছে।
এর আগে পাংশা, কালুখালী, বালিয়াকান্দি উপজেলার মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে মন্ত্রী জিল্লুল হাকিমকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশার পৌর মেয়র ওয়াজেদ আলী।