The news is by your side.

আইনি ব্যবস্থা নেওয়ার দাবি পুনম পাণ্ডের বিরুদ্ধে

0 76

 

নিজের মৃত্যু নিয়ে নাটক করে পরদিন প্রকাশ্যে এসে অভিনেত্রী পুনম পাণ্ডে জানান তিনি বেঁচে আছেন। মৃত্য নিয়ে এমন নাটক করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অনেকে।

গত শুক্রবার পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর খবর প্রচার করা হয়। পরে তার ম্যানেজারের বরাতে এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ ভারতের শীর্ষ সংবাদমাধ্যমে পুনমের মৃত্যুর খবর আসে। এতে বলা হয়, জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে ৩২ বছর বয়সী এই অভিনেত্রী মারা গেছেন।

শনিবার সকালে জানা গেল, এটি ছিল শুধু শিল্পীর নিজ উদ্যোগে ছড়ানো গুজব। ইনস্টাগ্রাম থেকে ভিডিও পোস্ট করে পুনম ঘোষণা করেন, তিনি জীবিত! ২৪ ঘণ্টা ধরে কেন তিনি নিজের মৃত্যুর নাটক সাজিয়েছেন; খোলাসা করলেন সে বিষয়েও!

ভিডিওতে পুনম জানালেন, জরায়ুমুখের ক্যানসার নিয়ে নারীদের সচেতন করাই ছিল তার উদ্দেশ্য। এ জন্য নিজের মৃত্যুর নাটক সাজিয়ে ভারতব্যাপী সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন!

এদিকে নিজেকে ‘জীবিত’ ঘোষণার পর থেকে পুনমকে তুলাধোনা হতে থাকেন নেটিজেনরা। হাজার হাজার মানুষ তাকে ধিক্কার দিতে থাকেন। শুধু সাধারণ মানুষই নন, মৃত্যু নিয়ে এমন অপপ্রচারে ক্ষিপ্ত হয়েছেন বলিউডে পুনমের কাছের বন্ধুবান্ধবও!

প্রযোজক, নির্মাতা একতা কাপুর থেকে শুরু করে অভিনেত্রী রাখি সাওয়ান্তরা মৃত্যু নিয়ে পুনমের এমন কাণ্ডে বেজায় চটেছেন। তার মৃত্যুতে কঙ্গনা রানাউত থেকে শুরু করে বহু বলিউড তারকা শোক প্রকাশ করেছিলেন! কিন্তু পুনমের জীবিত ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেগুলো সরিয়ে নিতে দেখা গেছে।

একটি কোম্পানির হয়ে এমন প্রচারণায় অংশ নেওয়ায় ওই কোম্পানি ও পুনমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলছেন অনেকে। বাধ্য হয়ে শনিবার দুপুরে আরও দুটি ভিডিও পোস্ট করেন পুনম। মৃত্যুর খবর চাউর হওয়ায় যারা আঘাত পেয়েছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থনাও করেন এই বিতর্কিত মডেল ও অভিনেত্রী।

পুনমের উদ্দেশ্য যত সৎ-ই হোক, মানতে পারছেন না কেউ। বিশেষ করে পুনমের এমন পোস্টে সরাসরি এসে মন্তব্য জানিয়েছেন বলিউডের দাপুটে প্রযোজক একতা কাপুর। তিনি লিখেছেন, ‘এটার নাম সচেতনতা? সরকারের উচিত তোমার এবং ওই সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া।’

পুনমের জীবিত হওয়ার খবরে এক ভিডিও বার্তায় রাখি সাওয়ান্ত বলেছেন, ‘পুনম যা করেছেন, খুব ভুল করেছেন। শুধুই ভুল নয়। অন্যায়ও করেছেন। এভাবে সাধারণের অনুভূতি নিয়ে খেলার কোনো অধিকার নেই তার। তিনি সাংবাদিকদের হেনস্তা করেছেন। অনুরাগীদের আহত করেছেন।

বলিউড শোকস্তব্ধ এ রকম খারাপ খবরে। এগুলো করার কোনো অধিকার নেই। উদ্দেশ্য যতই মহৎ হোক, এ ধরনের সস্তা প্রচার পুনম না করলেও পারতেন।’

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.