The news is by your side.

প্রিয়ঙ্কা ও মালতীকে নিয়ে বাড়িছাড়া নিক!

0 153

 

একের পর এক হোঁচট খাচ্ছেন হলিউডের পপ তারকা নিক জোনাস। গত সপ্তাহে মুম্বইয়ে এসেছিলেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী। ‘লোলাপালুজ়া ইন্ডিয়া’-র দ্বিতীয় বছরে গত ২৭ জানুয়ারি পারফর্ম করার কথা ছিল ‘জোনাস ব্রাদার্স’-এর। তার আগে দুই ভাই কেভিন জোনাস ও জো জোনাসকে নিয়ে ভারতে এসে পৌঁছন নিক।

‘লোলাপালুজ়া’ কনসার্টের পারফরম্যান্সের পরে ফেরার সময় মুম্বই বিমানবন্দরে ঢোকার মুখে বাধা পান তিনি। শোনা যায়, টিকিট ভুলেই বিমানবন্দরে চলে এসেছিলেন নিক। সেই কারণেই নাকি বিমানবন্দরে ঢোকার সময় তাঁকে বাধা দিয়েছিলেন নিরাপত্তারক্ষী। যদিও টিকিট সংক্রান্ত সেই সমস্যা মিটতে বেশি সময় লাগেনি। তবে নিজের দেশে ফিরেও নতুন সমস্যার সম্মুখীন হলেন নিক। স্ত্রী প্রিয়ঙ্কা ও মেয়ে মালতী মেরি চোপ়়ড়া জোনাসকে নিয়ে বাড়িছাড়া হতে হল তাঁকে!

নিকের সঙ্গে বিয়ের পর থেকে পাকাপাকি ভাবে লস অ্যাঞ্জেলেসে বাস প্রিয়ঙ্কার। সেখানেই ১৬৬ কোটি টাকার এক প্রাসাদোপম বাংলোয় থাকেন জোনাস পরিবার। ২০১৯ সালে ২০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ওই বাংলো কিনেছিলেন নিক ও প্রিয়ঙ্কা, ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৬৬ কোটি টাকা। সেই বাড়িতেই নাকি জল লিক করা শুরু হয়েছে। ক্রমাগত জল লিক করতে থাকায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে কোটি টাকার সেই বাংলো। খবর, বার্বিকিউয়ের ডেক থেকে শুরু করে বাংলোর ভিতরের জায়গাও নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে জল লিকের কারণে। যে বিক্রেতার কাছ থেকে বাংলো কিনেছিলেন নিক ও প্রিয়ঙ্কা, তাঁর বিরুদ্ধে নাকি ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন যুগল।

২০১৮ সালে বিয়ের পরে ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসের ওই প্রাসাদোপম বাংলোটি কেনেন নিক ও প্রিয়ঙ্কা। ওই বাংলোয় আছে সাতটি বেডরুম, ন’টি বাথরুম ও একটি কিচেন। তা ছাড়াও আছে একটি বাস্কেটবল কোর্ট, জিম, হোম থিয়েটার, বোলিং অ্যালি, বিলিয়ার্ডস রুম, স্পা, এন্টারটেনমেন্ট লাউঞ্জের মতো অত্যাধুনিক সুবিধা। তবে জল লিক করায় প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে ওই বাংলোর। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত জায়গা সারাতে খরচ হচ্ছে আরও ১২ কোটি টাকা। আপাতত মেয়ে মালতীকে নিয়ে অন্য এক বাড়িতে থাকছেন প্রিয়ঙ্কা ও নিক।

 

Leave A Reply

Your email address will not be published.