The news is by your side.

শিল্পীরা চাইলে নির্বাচন করবেন মিশা সওদাগর

জায়েদ খানের সঙ্গে থাকতে চান না এই অভিনেতা

0 204

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২২৪ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যকার সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্ব চূড়ান্ত সুরাহা না হলেও সন্নিকটে আগামী নির্বাচন।  ফেব্রুয়ারি সমিতির বৈঠকে দিনই চূড়ান্ত হওয়ার কথা রয়েছে এবারের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন। এরই মধ্যে অভিনেতা মিশা সওদাগর জানালেন, শিল্পীরা চাইলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন তিনি। সেই সঙ্গে জায়েদ খানের সঙ্গে প্যানেল না সাজানোর বিষয়টি নিশ্চিত করলেন এই অভিনেতা।

শিল্পী সমিতির দায়িত্বে থেকে টানা ১৩ বছর কাজ করেছেন মিশা সওদাগর। জায়েদ খানের সঙ্গেই ছিলেন দুই বারের নির্বাচিত সভাপতির দায়িত্বে। তবে এবার তার সঙ্গে থাকতে চান না।

মিশা সওদাগর মনে করেন, জায়েদ খান এখন অনেক ব্যস্ত। ওর হাতে এখন অনেক কাজ। তাই ওর রেস্ট নেওয়া উচিৎ।

বর্তমানে শিল্পী সমিতি যে অবস্থানে দাঁড়িয়ে আছে তার চেয়েও ভালো অবস্থানে নেওয়া যায় বলেও জানালেন এই অভিনেতা। তার কথায়, ‘সমিতির বর্তমান কমিটি কি করেছে সে আলোচনাসমালোচনাতে যেতে চাই না। সভাপতি ইলিয়াস কাঞ্চন আমার বড় ভাই আর নিপুণ আমার ছোট বোন। তাদের ছোট করতে চাই না। যা সম্ভব হয়েছে তারা তাদের মত দায়িত্ব পালন করেছে। ভালখারাপ বলার মালিক সমিতির সদস্যরা। অনেকের সঙ্গে আমার কথাও হয়, সেই প্রেক্ষিতে বলছিএর থেকে আরও বেটার পদক্ষেপ নেওয়ার অনেক জায়গা ছিল।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মিশা সওদাগরের ডজন খানেক সিনেমা। এরমধ্যে নির্মাতা বদিউল আলম খোকনেরআগুন’, শাহীন সুমনেরকুস্তিগিরশুটিং শেষ করেছেন মিশা। এছাড়া দেবাশীস বিশ্বাসেরতুমি যেখানে আমি সেখানে’, মোহাম্মাদ ইকবালেররিভেঞ্জ’-‘ডেড বডি’, রায়হান খানেরপায়েল’, রোমানেরলিপস্টিক’, মোস্তাফিজুর রহমান মানিকেরডার্ক ওয়ার’, হাসিবুর রেজা কল্লোলেরকবি শুটিং শুরু করেছেন। সর্বশেষ তিনি যুক্ত হয়েছেন সানী সানোয়ার পরিচালিত নতুন ছবিএশা মার্ডার’, দেলোয়ার জাহান ঝন্টুরঅপারেশন জ্যাকপটসিনেমায়।

 

Leave A Reply

Your email address will not be published.