The news is by your side.

পয়লা ফেব্রুয়ারি শুরু হচ্ছে একুশে বইমেলা

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0 135

পয়লা ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভাষাশহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলা। মেলা প্রাঙ্গণে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২০২৪ সালের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পড়ো বন্ধু গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, ১ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বর ঘুরে দেখা যায়, বইয়ের স্টলের অবকাঠামো নির্মাণকাজে ব্যস্ত প্রকাশনা সংস্থাগুলোর কর্মীরা। ১০ জানুয়ারির পর থেকেই বাঁশের খুঁটি পুঁতে অবকাঠামো নির্মাণের কাজ শুরু করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। গত মঙ্গলবার লটারির মাধ্যমে প্রকাশনা সংস্থাগুলোকে স্টল বরাদ্দ দেওয়া হয়। এর পর থেকেই স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ চলছে।

মেলামাঠজুড়ে এখন কেবলই হাতুড়ি-পেরেক আর করাত চলার শব্দ। এরই মধ্যে দাঁড়িয়ে যাওয়া কোনো কোনো স্টলে চলছে রংতুলির পোঁচ। সোহরাওয়ার্দী উদ্যান অংশে এগিয়ে রয়েছে প্যাভিলিয়ন নির্মাণকাজ। মেলার উদ্বোধনের আগেই সাজসজ্জার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

২০২৪ সাল অধিবর্ষ হওয়ার জন্য এবারের বইমেলা হতে যাচ্ছে ২৯ দিনের। বইপ্রেমী পাঠক, লেখক, প্রকাশক—সব পক্ষের জন্যই খুশি হওয়ার মতো বিষয় এটি।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। এ অনুষ্ঠানেই দেওয়া হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩।

 

Leave A Reply

Your email address will not be published.