ইয়েমেনের প্রধান তেল বন্দরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বিদ্রোহী গোষ্ঠী হুথির আল-মাশিরা টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। তেল বন্দর রাশ ইসাকে লক্ষ্য করে এ হামলা হয়েছে। এটি ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনাল।
তবে এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। লোহিত সাগর এবং এডেন উপসাগরে ব্রিটিশ এক তেলবাহী ট্যাংকারে হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে সবশেষ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এ আক্রমণের খবর এলো।
গতকাল এডেন উপসাগরে হুথিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ব্রিটিশ এক তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। এর আট ঘণ্টা পর মার্কিন সামরিক বাহিনী হুথিদের একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দেয়।
গত তিন মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। আহত ৬১ হাজারের বেশি।
হুথিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন না থামলে তারা লোহিত সাগরে হামলা চালিয়ে যাবে।