The news is by your side.

শান্তি ও গণতন্ত্র সমাবেশ করছে আওয়ামীলীগ

স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল

0 144

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো কর্মসূচির আয়োজন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির শান্তি ও গণতন্ত্র সমাবেশকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল।

শনিবার বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশকে কেন্দ্র করে দুপুরের আগে থেকেই নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশে হাজির হচ্ছেন। এ সময় তাদেরকে বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ মঞ্চের একেবারেই সামনে অবস্থান নিয়েছেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ সমাবেশস্থলে এসেছেন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও। তাদের কণ্ঠেও শোনা যায় বিএনপি বিরোধী ও আওয়ামী লীগের পক্ষের স্লোগান।

Leave A Reply

Your email address will not be published.