জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করে চিকিৎসক তার স্ট্রোকের কথা জানান।
বুধবার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা পরিচালকের সবশেষ অবস্থা প্রসঙ্গে ফেসবুকে জানিয়েছেন, প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যায়, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরোয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আলহাদুলিল্লাহ। তার কদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে, ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন। অনেকেরই ফোন ও এসএমএস এর উত্তর দিতে পারি নাই। তার জন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এতো দোয়া আর ভালোবাসার জন্য।
সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফারুকীর স্ট্রোকের খবর জানান তিশা।