The news is by your side.

আজ সকাল থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ

0 159

 

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে আজ শুক্রবার সকাল থেকে। মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পেট্রোবাংলা। তবে কি ধরনের কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতের কারণে দেশের অন্য এলাকায় গ্যাসের চাপ কম। ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা ও কোম্পানিগুলো সার্বক্ষণিক তদারকি করছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এ ছাড়া আজ সকাল থেকেই ঢাকা ও নারায়ণগঞ্জের অনেক এলাকায়ও গ্যাস সংকট দেখা গেছে।

Leave A Reply

Your email address will not be published.