The news is by your side.

হলিউড:   ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন এমা স্টোন

0 205

 

বিনোদন ডেস্ক

একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী এমা স্টোন। সিনেপ্রেমীদের ভালোবাসা অর্জনের পাশাপাশি এরইমধ্যে নিজের ঝুলি পূর্ণ করেছেন চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটাসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায়।

একাধিবার হলিউডের সম্মানজনক পুরস্কার ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেও পুরস্কার ঘরে তুলতে পারেননি তিনি। এবার সেই অপেক্ষার পালাও শেষ হলো। ক্রিটিকস চয়েজের এবারের আসরে সেরা অভিনেত্রীর মুকুট পরলেন তিনি।

রবিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসে আয়োজিত এই আসরে ‘পুওর থিংস’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন এমা স্টোন। এছাড়া এবারের আসরে সবাইকে চমকে দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন পল জিয়ামাটি। ‘দ্য হোল্ডওভার’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

গোল্ডেন গ্লোবের মতো ক্রিটিকস চয়েজেও বাজিমাত করেছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। আসরে সর্বোচ্চ ৮টি পুরস্কার জিতেছে সিনেমাটি। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা পরিচালক, পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা, সেরা সিনেমাটোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পুরস্কার।

গ্রেটা গারইগ পরিচালিত ‘বার্বি’ জিতেছে ৬টি পুরস্কার। সেরা মৌলিক চিত্রনাট্য, রূপসজ্জা, প্রোডাকশন ডিজাইনসহ কয়েকটি শাখায় পুরস্কার জিতেছে সিনেমাটি। পাশাপাশি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমাটি। ‘সাকসেশন’ সিনেমাটি ঘরে তুলেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার।

 

Leave A Reply

Your email address will not be published.