The news is by your side.

নির্বাচনে জয়লাভ করায় সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বিসিবি

0 130

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্বাচনে জয়লাভ করার জন্য সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ প্রসঙ্গে আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তার বনানী কার্যালয়ে সংবাদিকদের বলেন, ‘তাদের দুজনকে আমরা স্বাগত জানাই। সামনে বোর্ড মিটিং আছে, তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে।

তবে কীভাবে কি করব সেটা আমরা এখনো ঠিক করিনি।’

মাশরাফি এনিয়ে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হলেন, সাকিব হলেন প্রথমবারের মতো। ক্রিকেটে তারা যেমন বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিয়েছেন, তেমনি এমপি হিসেবে নিজেদের এলাকাকে তারা এগিয়ে নিবেন বলে আশাবাদী জালাল।

মাশরাফিকে নিয়ে জালাল বলেন, ‘মাশরাফি পাঁচ বছরের একটা সময় শেষ করেছে।

নতুনভাবে আবার সে এমপি নির্বাচিত হয়েছে। মাশরাফির মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। সে দারুণ করেছে। এটা অবশ্যই আনন্দের খবর যে, ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে।

এরপর সাকিবকে নিয়ে আলাদা করেন বলেন, ‘এবার সাকিব হয়েছে। সাকিব খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার দায়িত্ব সে ভালো বোঝে। এখানেও সাকিব বেশ সফল হবে। বলে আমার মনে হয়।

 

Leave A Reply

Your email address will not be published.