আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে কেন্দ্রে ভোটারদের নিতে কোনো ধরনের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন না প্রার্থীরা। কেউ করলে তার বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের দায়ে ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান সই করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট এবং সমর্থকরা যাতে ভোটারদের ভোটকেন্দ্রে নিতে কোনো প্রকার যানবাহন ব্যবস্থা করতে না পারেন, অথবা আচরণ বিধিমালা অনুসরণ করেন, সে বিষয়ে প্রার্থীদের করণীয় ও বর্জনীয় দিকগুলোর বিষয়ে সতর্ক করে দিতে হবে।
অন্যথায় আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।