The news is by your side.

ভোটকেন্দ্র গিয়ে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ইসি রাশেদা

0 112

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র গিয়ে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য একটি গণপ্রতিনিধিত্ব আইন করা হয়েছে। 

তিনি আরও বলেন, ভোট দানে কোন ধরনের বিঘ্ন ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিকভাবে জানাতে হবে। এ ধরনের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় কুঁড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪টি সংসদীয় আসনের নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার, প্রার্থী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‌‘আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনসচেতনতা তৈরিতে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি।’

মতবিনিময়কালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার বিন মোদাসসির আলী, জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.