The news is by your side.

৭ জানুয়ারি জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে : ওবায়দুল কাদের

0 113

যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গবেষণা রিপোর্টে বলেছে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। আমরা ভয় পাবো কাকে। জনগণ আমাদের ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।

বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা নির্বাচিত সরকার। ক্ষমতাও হস্তান্তর করবো নির্বাচিত সরকারের হাতে। বাংলাদেশে নির্বাচন কমিশন স্বাধীন ছিল না। কিন্তু শেখ হাসিনা নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছেন। তফসিল ঘোষণার পর সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছে। এ মুহূর্তে সবকিছু নির্বাচন কমিশনের সিদ্বান্তে চলছে।

ওবায়দুল কাদের বলেন, তিনি আমাদের কাছে একজন ইন্সপায়ারিং লিডার। বাংলাদেশে গত ৪৮ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। গত ৪৮ বছরে সাহসী নেতার নাম শেখ হাসিনা, গত ৪৮ বছরে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, গত ৪৮ বছরে সবচেয়ে সফল ডিপ্লোমেটিকের নাম শেখ হাসিনা।

Leave A Reply

Your email address will not be published.