নাশকতা এড়াতে রাজশাহী-পার্বতীপুর রুটের উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার থেকে ট্রেনটির চলাচল বন্ধ রাখতে পশ্চিমাঞ্চল রেলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল বিভাগীয় রেলওয়ে ম্যানেজারকে এক চিঠিতে এ নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার জানান, নাশকতা এড়াতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় এবং ইঞ্জিন সংকট থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেনটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।