The news is by your side.

বাংলাদেশে প্রথমবার সিএনজি আকারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু

0 143

 

দেশে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাস সিএনজি আকারে সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। পাইপলাইনের বাইরে থাকা ভোলার গ্যাস পৌঁছে দেওয়া হবে তিতাসের শিল্প গ্রাহকদের।

ভোলার উদ্বৃত্ত গ্যাস থেকে তরল গ্যাস সিএনজি আকারে আনতে যাচ্ছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি। বৃহস্পতিবার ভোলা থেকে সিলিন্ডারে করে আনা গ্যাস তিতাস গ্যাস কোম্পানির গ্রাহকের প্রান্তে সরবরাহের উদ্বোধন হবে বলে জানিয়েছে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড।

কমপ্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে প্রাকৃতিক গ্যাসের আরেক রূপ যা ওজনে বাতাসের থেকেও হালকা। চাপের দ্বারা সংকুচিত করে, তরল পরিণত করে ট্যাঙ্কে জমা করা যায়। ভোলা থেকে সিলিন্ডারে করে এনে গ্রাহকের প্রান্তে আবার পূর্বের অবস্থায় গ্রাহককে দেওয়া হবে। এজন্য নির্ধারিত গ্রাহক প্রান্তেও আরসি (রেগুলেটিং কন্ট্রোল ইউনিট) স্থাপন করা হয়েছে।

সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রদীপ রঞ্জন কুন্ডু জানান, প্রথমত দৈনিক ৫ মিলিয়ন করে পরিবহন করবে ইন্ট্রাকো। কোন পথ দিয়ে যাবে, কোন গ্রাহককে দেওয়া হবে সেসব বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ আলী বলেন, আমরা ইতোমধ্যে সফল পরীক্ষা সম্পন্ন করেছি। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি নিয়েছি। এরপর থেকে ধারাবাহিকভাবে আসতে থাকবে। প্রথম গ্যাস দেওয়া হচ্ছে গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডকে।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি-কর্তৃক ভোলাস্থ সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের গ্যাস কম্প্রেসডপূর্বক পরিবহন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.